অবশেষে
থামল সাব্বির ঝড়। মিরপুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে তিনি ব্যক্তিগত ৮০
রানে আউট হয়েছেন। তবে তার আগে তিনি ঝড় বইয়ে দিয়ে গেছেন। বাংলাদেশের স্কোরকে
ভালো অবস্থানে নিয়ে গেছেন। দলীয় স্কোর তখন ১৬ ওভারে ১০৮।
তিনি মাত্র ৫৪ বলে ১০টি চার আর ৩টি ছক্কা দিয়ে ওই রান করেন। শেষ পর্যন্ত চামিরার বলে বিদায় নেন তিনি।
এ দিন তিনি আবারো প্রমাণ করেছেন টি২০ ক্রিকেটের মেজাজটা বেশ ভালোই রপ্ত করেছেন। ইনিংসের শুরু থেকেই যখন এক প্রান্তে বাংলাদেশী ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল, তখন অপর প্রান্তে সাব্বিরের ব্যাট উজ্জ্বল। লঙ্কান বোলারদের ওপর রীতিমতো তাণ্ডবই চালান বাংলাদেশের এই তরুণ ক্রিকেটার।
এশিয়া কাপ টি২০ ক্রিকেটে শ্রীলংকার বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারিয়েছিল স্বাগতিক বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় বলেই বাংলাদেশের ওপেনার মোহাম্মদ মিথুন শ্রীলংকান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজের এলবিডব্লিউ এর শিকার হয়েছেন দলীয় শূন্য রানে। পরে দ্বিতীয় ওভারের তৃতীয় বলে আরেক ওপেনার সৌম্য সরকারও ব্যক্তিগত শুন্য রানে আউট হয়ে সাজঘরে ফিরে যান। কুলাসেকারার বলে ম্যাথুজের ক্যাচে পরিণত হন তিনি, দলীয় সংগ্রহ তখন ২ ওভারে২ উইকেট হারিয়ে ২ রান।
শুরুতেই বিপর্যস্ত দলকে এগিয়ে নিতে সাব্বির রহমান ও মুশফিকুর রহিম জুটি বাঁধলেও তারা বেশিদূর এগুতো পারেননি। ব্যাক্তিগত ৪ রানে তিনি রান আউট হয়েছেন ইনিংসের ৪.৫ ওভারে। অন্যপ্রান্তে সাব্বির রহমান অপরাজিত আছেন ২২ রানে, দলীয় সংগ্রহ ৩ উইকেটে ২৭ রান।
এশিয়া কাপ টি২০ ক্রিকেটের এ ম্যাচটি রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
টুর্নামেন্টে এখন পর্যন্ত দু’টি ম্যাচ খেলেছে টাইগাররা। এরমধ্যে প্রথম ম্যাচে ভারতের কাছে ৪৫ রানে হারে তারা। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের মুখ দেখে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতকে ৫১ রানে হারায় মাশরাফিবাহিনী।
বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, নুরুল হাসান, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন ও তাসকিন আহমেদ।
শ্রীলংকা একাদশ : তিলকরত্নে দিলশান, সেহান জয়সুরিয়া, দীনেশ চান্ডিমাল, এ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), মিলিন্দা সিরিবর্দনে, চামারা কাপুগেদেরা, দাসুন সানাকা, থিসারা পেরেরা, নুয়ান কুলাসেকেরা, দুসমন্ত চামিরা ও রঙ্গনা হেরাথ।
- See more at: http://www.dailynayadiganta.com/detail/news/97608#sthash.dRjS4vIb.dpuf
তিনি মাত্র ৫৪ বলে ১০টি চার আর ৩টি ছক্কা দিয়ে ওই রান করেন। শেষ পর্যন্ত চামিরার বলে বিদায় নেন তিনি।
এ দিন তিনি আবারো প্রমাণ করেছেন টি২০ ক্রিকেটের মেজাজটা বেশ ভালোই রপ্ত করেছেন। ইনিংসের শুরু থেকেই যখন এক প্রান্তে বাংলাদেশী ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল, তখন অপর প্রান্তে সাব্বিরের ব্যাট উজ্জ্বল। লঙ্কান বোলারদের ওপর রীতিমতো তাণ্ডবই চালান বাংলাদেশের এই তরুণ ক্রিকেটার।
এশিয়া কাপ টি২০ ক্রিকেটে শ্রীলংকার বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারিয়েছিল স্বাগতিক বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় বলেই বাংলাদেশের ওপেনার মোহাম্মদ মিথুন শ্রীলংকান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজের এলবিডব্লিউ এর শিকার হয়েছেন দলীয় শূন্য রানে। পরে দ্বিতীয় ওভারের তৃতীয় বলে আরেক ওপেনার সৌম্য সরকারও ব্যক্তিগত শুন্য রানে আউট হয়ে সাজঘরে ফিরে যান। কুলাসেকারার বলে ম্যাথুজের ক্যাচে পরিণত হন তিনি, দলীয় সংগ্রহ তখন ২ ওভারে২ উইকেট হারিয়ে ২ রান।
শুরুতেই বিপর্যস্ত দলকে এগিয়ে নিতে সাব্বির রহমান ও মুশফিকুর রহিম জুটি বাঁধলেও তারা বেশিদূর এগুতো পারেননি। ব্যাক্তিগত ৪ রানে তিনি রান আউট হয়েছেন ইনিংসের ৪.৫ ওভারে। অন্যপ্রান্তে সাব্বির রহমান অপরাজিত আছেন ২২ রানে, দলীয় সংগ্রহ ৩ উইকেটে ২৭ রান।
এশিয়া কাপ টি২০ ক্রিকেটের এ ম্যাচটি রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
টুর্নামেন্টে এখন পর্যন্ত দু’টি ম্যাচ খেলেছে টাইগাররা। এরমধ্যে প্রথম ম্যাচে ভারতের কাছে ৪৫ রানে হারে তারা। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের মুখ দেখে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতকে ৫১ রানে হারায় মাশরাফিবাহিনী।
বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, নুরুল হাসান, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন ও তাসকিন আহমেদ।
শ্রীলংকা একাদশ : তিলকরত্নে দিলশান, সেহান জয়সুরিয়া, দীনেশ চান্ডিমাল, এ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), মিলিন্দা সিরিবর্দনে, চামারা কাপুগেদেরা, দাসুন সানাকা, থিসারা পেরেরা, নুয়ান কুলাসেকেরা, দুসমন্ত চামিরা ও রঙ্গনা হেরাথ।
- See more at: http://www.dailynayadiganta.com/detail/news/97608#sthash.dRjS4vIb.dpuf
The Asia Cup cricket match against Sri Lanka won the toss and decided to bat 0 wickets in the first over of the Bangladeshis. The second ball of the innings, opener Mohammad Mithun were the victims of Sri Lankan captain Angelo Mathews lbw for a duck party. After the third ball of the second over another majestic opener was run out for zero in the government faced. Kulasekara was caught by Mathews says, the group collected two wickets in two overs for two runs.
Sabbir Rahman and Rahim early crash to take the team forward and bound the pair could eguto poverty. Individual 4 runs over 4.5 innings, he has run out. Sabbir Rahman remained unbeaten corner, two runs, 3 wickets for 7 runs in its collection.0 Asia Cup cricket match at Mirpur Stadium on Sunday evening starts at 7 pm. Won the toss and decided to bat first, Bangladesh captain Mashrafe Mortaza. Tigers have played two matches in the tournament so far. In the meantime, they will lose the first match by 45 runs to India. After winning their second match at the mouth of Bangladesh. Masaraphibahini beat the United Arab Emirates by 51 runs.Bangladesh XI: Mashrafe Mortaza (captain), Shakib Al Hasan, Soumya Sarkar, Mohammad Mithun, Mahmudullah, Mushfiqur Rahim, Nurul Hasan, Sabbir Rahman, Rahman, Al-Amin Hossain, Taskin Ahmed.Sri Lanka XI: Tillakaratne Dilshan, Jayasuriya sehana, Dinesh Chandimal, Angelo Mathews (captain), Melinda siribardane, Chamara kapugedera, dasuna sanaka, Thisara Perera, Nuwan Kulasekara, Rangana Herath and dusamanta camira.
Comments
Post a Comment